এষোণিকা আল্ট্রাভায়োলেট
Wednesday, August 1, 2012
Eshonika Trailor
এষোণিকা ট্রেলার
-->ঋষি সৌরক
#'ফেস' তর ''জ্ঞান'' আর ''পাপে'' মোড়া 'বুক'
ঘিনঘিন ধরে গেছে এষোনিকা মাজাত্ নিয়ে
যতবার স্বতস্ফূর্ত শুঁকেছি তোকে ...
ক্ষণিকের আরাম
ক্ষণিকের হারাম
কস্মোপলিটান এক্স
# আজ কার পাশে বসবি এষোনিকা
পুরুষ-নারী সবাই তোর প্রেমিক
উফফ্
টুপ্টাপ্ !ফ্রি-ফলিং
সে কি পতন
অপ-ছন্দে অপ-ছন্দে ...
# হুহুক্ষণ পরে
নোনি দেহ তপকে দিচ্ছে
আহত অন্ধকার
ডেনিম জিন্স আর গোলাপি টি শার্ট
গলিয়ে মোমরঙ্গ ঘঁষছে কেউ ,
স্টেপ লেয়ার ভল্লুক বাল
কাঁধের পাশ দিয়ে ঢেউয়ের মতো গড়িয়ে নামছে
নাবালিকা ছুতোয়
স্বর্গীয় অ্যারোমা হর্ষে ফণা তুলছে
পোস্টমর্ডার্ণ কবিতার ট্যাটু
# কবিতাপাঠের শেষে
সমবেত কালোয় জ্যোতস্না স্নান
এক-দুই-তিন করে করে
তাড়কা পেগ
অগুন্তি লেগপিস্ -ড্রাউজি তাল
তুই ঢুলছিস এষোনিকা বিষাক্ত
আলোকবর্তিকা
তবু ওরা কবিতা পড়বে
কবিতা পড়বে
গলা অব্দি -
তোকে মেরে ফেলবে বলে ...
# বুঝিস না এষোনিকা
বুঝিস না এসব চক্রান্ত
আসলে ওরা সবাই ভুলিয়ে-ভালিয়ে
তোর প্যাণ্টি খুলতে চায়
ওখানেই না লিখে গেছে সেই অ-কবি
পৃথিবীর সবচে দামী কবিতাটা
# গভীর রাত ...একটা-দুটো আলো আরো নিষিদ্ধ
করে দিচ্ছে উত্তর কোলকাতার ট্র্যাপিজ
তোর বাড়িতে উত্তম তালা
সোঁ সোঁ হাওয়া-হেজিতর নন্দন
কোনো অশরীরির বাস্তু থেকে
গুঙ্গিয়ে ওঠা বমিতে
ল্যাটপ্যাট করছে
বালের ছংগোছকৃতি ...
Subscribe to:
Posts (Atom)