Wednesday, August 1, 2012








এষোণিকা আল্ট্রাভায়োলেট

-->ঋষি সৌরক

#
হাজার বার চেয়েও তোমার ম্যানলি ম্যানের তালিকায় রাখতে পারো নি এষোনিকা

ম্যানগ্রোভ শরীর পুড়িয়েছো লেসারে,
পুষেছো অনেক নুনের ভুতুড়ে সাইড এফেক্ট -
তবু তোমার চরম পাওয়া হয় নি ...

# শৌখিন হাঁটু তে
ব্যাথানীল আয়ুর্বেদ মোরাম

অনেকখানি পথ হেঁটে পথ
ছেড়ে দিয়েছে তোমায়

দিন দিন হুইলচেয়ার ভারী হয়
ঘর্ষণাঙ্ক বাড়ে
ঘাড় হেলে পড়ে

# একটা জাম্বো সভ্যতা
গিলতে আসছে
এষোনিকা...

আমাদের দোষ দিও না স্বার্থপর বলে
আমরা পর্দার এপারে আছি

# প্রাঞ্জুস ঢেলে ঢেলে সাজিয়েছি
গোলাপি-নীল সিজন

রঙ দুটো মিশ খায় না
মিশ খাবে কোথাও কখনো

এষোনিকা
রাস্তায় অজানা কারুর হাত
কতো সহজে আঁকড়ে ধরো

লোকে বলে এদিকটা নীচু
অল্প জলেই
ড্রেন উপচে পড়ে

আমার সাথে চিলেকোঠায় গাঁজা খাবে এষোনিকা ?

#কসমোপলিটান ডায়াসে দাঁড়িয়ে
এদিক ওদিক উড়িয়ে দিচ্ছো
সর্ষেফুল

গোলাপি ঠোঁটের আধখানা ফ্লাইং কিস
প্রজাপতি হয়ে বসেছিলো কবেই
বুকে

ক্যানসার প্রজাপতি

#রোজভোর রাতে তুমি বাড়ি ফিরে
ফ্যান টাকে ফুল স্পিডে নিয়ে যাও
খেটে খাওয়া ন্যাতানো শরীর এলে পড়ে
বিছানায় আন্তরিক

সংযত পোশাক চুঁইয়ে ফুলে ওঠে বাতাস
নিষ্পাপ পাপেদের বাঁশি বেজে ওঠে

তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে

আমি আবার ...আবার ...
আধো আলো-অন্ধকারে
ব্যর্থ আততায়ীর রোল প্লে করি

# গ্রীষ্মের ভোরালো এফ-এম

এদিক-ওদিক জড়তা -
আহামরি দিনের গভীরে
একটি অসামাজিক পিঁপড়ে
রাত বয়ে বেড়ায়

Eshonika Trailor





এষোণিকা ট্রেলার

-->ঋষি সৌরক

#'ফেস' তর ''জ্ঞান'' আর ''পাপে'' মোড়া 'বুক'

ঘিনঘিন ধরে গেছে এষোনিকা মাজাত্‌ নিয়ে

যতবার স্বতস্ফূর্ত শুঁকেছি তোকে ...

ক্ষণিকের আরাম
ক্ষণিকের হারাম
কস্‌মোপলিটান এক্স

# আজ কার পাশে বসবি এষোনিকা


পুরুষ-নারী সবাই তোর প্রেমিক

উফফ্‌
টুপ্‌টাপ্‌ !ফ্রি-ফলিং
সে কি পতন
অপ-ছন্দে অপ-ছন্দে ...

# হুহুক্ষণ পরে

নোনি দেহ তপকে দিচ্ছে
আহত অন্ধকার

ডেনিম জিন্স আর গোলাপি টি শার্ট

গলিয়ে মোমরঙ্গ ঘঁষছে কেউ ,
স্টেপ লেয়ার ভল্লুক বাল
কাঁধের পাশ দিয়ে ঢেউয়ের মতো গড়িয়ে নামছে
নাবালিকা ছুতোয়

স্বর্গীয় অ্যারোমা হর্ষে ফণা তুলছে

পোস্টমর্ডার্ণ কবিতার ট্যাটু

# কবিতাপাঠের শেষে

সমবেত কালোয় জ্যোতস্না স্নান

এক-দুই-তিন করে করে

তাড়কা পেগ

অগুন্তি লেগপিস্‌ -ড্রাউজি তাল

তুই ঢুলছিস এষোনিকা বিষাক্ত
আলোকবর্তিকা

তবু ওরা কবিতা পড়বে

কবিতা পড়বে
গলা অব্দি -
তোকে মেরে ফেলবে বলে ...

# বুঝিস না এষোনিকা

বুঝিস না এসব চক্রান্ত

আসলে ওরা সবাই ভুলিয়ে-ভালিয়ে

তোর প্যাণ্টি খুলতে চায়

ওখানেই না লিখে গেছে সেই অ-কবি

পৃথিবীর সবচে দামী কবিতাটা

# গভীর রাত ...একটা-দুটো আলো আরো নিষিদ্ধ

করে দিচ্ছে উত্তর কোলকাতার ট্র্যাপিজ
তোর বাড়িতে উত্তম তালা

সোঁ সোঁ হাওয়া-হেজিতর নন্দন


কোনো অশরীরির বাস্তু থেকে

গুঙ্গিয়ে ওঠা বমিতে
ল্যাটপ্যাট করছে
বালের ছংগোছকৃতি ...