skip to main |
skip to sidebar
এষোণিকা আল্ট্রাভায়োলেট
-->ঋষি সৌরক
#
হাজার বার চেয়েও তোমার ম্যানলি ম্যানের তালিকায় রাখতে পারো নি এষোনিকা
ম্যানগ্রোভ শরীর পুড়িয়েছো লেসারে,
পুষেছো অনেক নুনের ভুতুড়ে সাইড এফেক্ট -
তবু তোমার চরম পাওয়া হয় নি ...
# শৌখিন হাঁটু তে
ব্যাথানীল আয়ুর্বেদ মোরাম
অনেকখানি পথ হেঁটে পথ
ছেড়ে দিয়েছে তোমায়
দিন দিন হুইলচেয়ার ভারী হয়
ঘর্ষণাঙ্ক বাড়ে
ঘাড় হেলে পড়ে
# একটা জাম্বো সভ্যতা
গিলতে আসছে
এষোনিকা...
আমাদের দোষ দিও না স্বার্থপর বলে
আমরা পর্দার এপারে আছি
# প্রাঞ্জুস ঢেলে ঢেলে সাজিয়েছি
গোলাপি-নীল সিজন
রঙ দুটো মিশ খায় না
মিশ খাবে কোথাও কখনো
এষোনিকা
রাস্তায় অজানা কারুর হাত
কতো সহজে আঁকড়ে ধরো
লোকে বলে এদিকটা নীচু
অল্প জলেই
ড্রেন উপচে পড়ে
আমার সাথে চিলেকোঠায় গাঁজা খাবে এষোনিকা ?
#কসমোপলিটান ডায়াসে দাঁড়িয়ে
এদিক ওদিক উড়িয়ে দিচ্ছো
সর্ষেফুল
গোলাপি ঠোঁটের আধখানা ফ্লাইং কিস
প্রজাপতি হয়ে বসেছিলো কবেই
বুকে
ক্যানসার প্রজাপতি
#রোজভোর রাতে তুমি বাড়ি ফিরে
ফ্যান টাকে ফুল স্পিডে নিয়ে যাও
খেটে খাওয়া ন্যাতানো শরীর এলে পড়ে
বিছানায় আন্তরিক
সংযত পোশাক চুঁইয়ে ফুলে ওঠে বাতাস
নিষ্পাপ পাপেদের বাঁশি বেজে ওঠে
তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে
আমি আবার ...আবার ...
আধো আলো-অন্ধকারে
ব্যর্থ আততায়ীর রোল প্লে করি
# গ্রীষ্মের ভোরালো এফ-এম
এদিক-ওদিক জড়তা -
আহামরি দিনের গভীরে
একটি অসামাজিক পিঁপড়ে
রাত বয়ে বেড়ায়
No comments:
Post a Comment