এষোণিকা
কস্মস্
à ঋষি সৌরক
à ঋষি সৌরক
#
লার্জ হেড্রন কোলাইডারে মাথা ঢুকিয়ে তোর
ওরা ভেংগে দিচ্ছে কণাতীত কণা
থেঁতলে দিচ্ছে গুঁড়িয়ে দিচ্ছে
নিভৃত ঘুমের কসমস
তুই সব অভয়ের শীর্ষে চড়ে
কথার সাথে মাথা দিয়েছিস পেতে
এই বিজ্ঞান শরীর চায় নি তাই
ধড়হীন তোর হালাল
উপচে পড়ছে সভ্যতার কোনো অজানা গতিপথ
ব্রম্ভাণ্ডের কোন মহাযজ্ঞে হিরোইন হলি তুই
ছায়া ছাড়া ছায়া ছাড়া উচ্ছন্নে
#
প্রিয় জিনিস অপাত্রে দান করার মত
বুকের ছাতি ওদের ছিল না
খাপ খুলে বিরাট হাঁ তুলেছিলো কৃষ্ণগহ্বর
স্যারেণ্ডার করেছি যৌবন
বোনলেস যৌবন
যোজন করেছি তাক সেন্সিটিভ কেন্দ্রে -
উড়ে গিয়েছে ঈশ্বর কণা ঠোঁটে ঠোঁটে
বারুদ ঘঁষে
ছড়িয়ে পড়েছে জন্মান্তর !
আমি ছিদ্রাণ্বেষী নই
তবু প্রেমে পড়ার আগে প্রতিবার
গর্তের আঁচ পাই ! স্বপ্ন সেঁকে নি -
ওই গর্ত দিয়েই একটা মহাভারত
বানিয়ে দিলি এষোণিকা
#
আমি জানিনা এসব কোথা থেকে আসে
এই যে শ্রেণী এই যে লিংগ কোন ফ্যাক্টরির খেলনা এসব
কেনো যে মানুষ মানুষ হল না
পুরুষ হল নারী হল আর হল হরিজন
লার্জ হেড্রন কোলাইডারে মাথা ঢুকিয়ে তোর
ওরা ভেংগে দিচ্ছে কণাতীত কণা
থেঁতলে দিচ্ছে গুঁড়িয়ে দিচ্ছে
নিভৃত ঘুমের কসমস
তুই সব অভয়ের শীর্ষে চড়ে
কথার সাথে মাথা দিয়েছিস পেতে
এই বিজ্ঞান শরীর চায় নি তাই
ধড়হীন তোর হালাল
উপচে পড়ছে সভ্যতার কোনো অজানা গতিপথ
ব্রম্ভাণ্ডের কোন মহাযজ্ঞে হিরোইন হলি তুই
ছায়া ছাড়া ছায়া ছাড়া উচ্ছন্নে
#
প্রিয় জিনিস অপাত্রে দান করার মত
বুকের ছাতি ওদের ছিল না
খাপ খুলে বিরাট হাঁ তুলেছিলো কৃষ্ণগহ্বর
স্যারেণ্ডার করেছি যৌবন
বোনলেস যৌবন
যোজন করেছি তাক সেন্সিটিভ কেন্দ্রে -
উড়ে গিয়েছে ঈশ্বর কণা ঠোঁটে ঠোঁটে
বারুদ ঘঁষে
ছড়িয়ে পড়েছে জন্মান্তর !
আমি ছিদ্রাণ্বেষী নই
তবু প্রেমে পড়ার আগে প্রতিবার
গর্তের আঁচ পাই ! স্বপ্ন সেঁকে নি -
ওই গর্ত দিয়েই একটা মহাভারত
বানিয়ে দিলি এষোণিকা
#
আমি জানিনা এসব কোথা থেকে আসে
এই যে শ্রেণী এই যে লিংগ কোন ফ্যাক্টরির খেলনা এসব
কেনো যে মানুষ মানুষ হল না
পুরুষ হল নারী হল আর হল হরিজন
শব্দের গায়ে রঙ মাখিয়ে
চোপাট হল ব্রম্ভত্ব
চোপাট হল ব্রম্ভত্ব
এষোণিকা তুই তো সবই
জানিস
কি ছিলো পাসওয়ার্ড কিভাবে ছিলো
শুধু তোর মনটাকে পবিত্র করে রাখিস
শরীর চুলোয় যাক
যেদিন ওরা সব ছুঁয়ে দেবে তোর
সূর্য বার্স্ট করবে
#
আমাকে মলয় বলেছিলো হাংরিকালীন শরিক হতে
তুই তো জানিস এসব আমার হাতে ছিলো না
নিজের ডিম নিজে ফোটাবার মেশিন
তারপর কতবার মেলবন্ধন হোল
ঋতুভিত্তিক প্রেমে পুড়ল
গিরগিটি ও টেস্টটিউবের রঙ
অবন্তিকা ডিম ভেজেছে গহ্বরে
নিষ্পাপ হলুদ কুসুমের কাঁচা রঙ
কষ বেয়ে গড়িয়ে গেছে
চেটে নিচ্ছে মানুষ চেটে নিচ্ছে কুত্তায়
চেটে নিচ্ছে ননভেজ যত মানুষখেকো গাছ
সব নিভে গেলে হিস্হিস্ শব্দ হয়
আমি উদগ্রীব এষোণিকা আমি উদগ্রীব
তোর ঐ ছদ্মনাম দিয়েই ব্ল্যাকমেল করছি
বিগব্যাং গ্যাংব্যাং শ্রী স্টিফেন হকিংস
#
তাই তো ভাবি ‘এ শহরে বেশ্যালয় অনেক ধর্মালয় শুধু একটাই’
মাগিদের গুদ ধার্মিক মুচলেকাবিহীন
সর্বধর্মসমন্বয় সর্বধর্ম ফ্যাদাটলটলে কচিবুড়োগুদ
শ্রীমদ গুদ্গুদানি
ক্ষুধার্ত প্রজন্ম প্রগতির পাঁজর চিঁরে
ফ্ল্যাগ ঝোলাবে চিনের পাঁচিরে
সেদিন শুধু মিলিয়ে নিও তুমি
ভালোবাসা শুধু ভালোবাসা জেগে আছে
গা ছমছম ছায়া ময়তায়
#
নাটকীয়তা মোড় নিচ্ছে এষোণিকা
যেহেতু শব্দে আর স্বাধীনতা নেই
ভালোবাসা-ও তো শব্দমাত্র !
তোর ঘাড়ে স্বৈরাচারের শিলমোহর
এই যে রতি এই যে ভেনাস অথবা আফ্রোদিতি
যুদ্ধের ধূসর চাদর কাম(ড়ে)দেব এর বাগানে
নিঃসীম শূণ্যতা দিয়ে ঢেকে রাখা হদিস
প্রেমতত্ত্ব-কামতত্ত্ব-শব্দতত্ত্ব আড়ত
তুই সমকামী থেকে সমপ্রেমী হতে চেয়েছিলি
তোকে বলি দেওয়া হোল চূর্ণ বিচূর্ণ বিষাদে
এই মুতমথিত অন্ধকার এই থরথর এই বুর্জোয়া বলতকার
সব আলো শুষে নিক আঁতুড়ের
#
ভাবনা রা দোল খায় আর ভারী হয়
বেসামাল এই ভারের খোলস ছেড়ে
তুই থাকলে তবু শূণ্য অবিচল
এষোণিকা
তুই না থাকলে শূণ্যও অচল
কি ছিলো পাসওয়ার্ড কিভাবে ছিলো
শুধু তোর মনটাকে পবিত্র করে রাখিস
শরীর চুলোয় যাক
যেদিন ওরা সব ছুঁয়ে দেবে তোর
সূর্য বার্স্ট করবে
#
আমাকে মলয় বলেছিলো হাংরিকালীন শরিক হতে
তুই তো জানিস এসব আমার হাতে ছিলো না
নিজের ডিম নিজে ফোটাবার মেশিন
তারপর কতবার মেলবন্ধন হোল
ঋতুভিত্তিক প্রেমে পুড়ল
গিরগিটি ও টেস্টটিউবের রঙ
অবন্তিকা ডিম ভেজেছে গহ্বরে
নিষ্পাপ হলুদ কুসুমের কাঁচা রঙ
কষ বেয়ে গড়িয়ে গেছে
চেটে নিচ্ছে মানুষ চেটে নিচ্ছে কুত্তায়
চেটে নিচ্ছে ননভেজ যত মানুষখেকো গাছ
সব নিভে গেলে হিস্হিস্ শব্দ হয়
আমি উদগ্রীব এষোণিকা আমি উদগ্রীব
তোর ঐ ছদ্মনাম দিয়েই ব্ল্যাকমেল করছি
বিগব্যাং গ্যাংব্যাং শ্রী স্টিফেন হকিংস
#
তাই তো ভাবি ‘এ শহরে বেশ্যালয় অনেক ধর্মালয় শুধু একটাই’
মাগিদের গুদ ধার্মিক মুচলেকাবিহীন
সর্বধর্মসমন্বয় সর্বধর্ম ফ্যাদাটলটলে কচিবুড়োগুদ
শ্রীমদ গুদ্গুদানি
ক্ষুধার্ত প্রজন্ম প্রগতির পাঁজর চিঁরে
ফ্ল্যাগ ঝোলাবে চিনের পাঁচিরে
সেদিন শুধু মিলিয়ে নিও তুমি
ভালোবাসা শুধু ভালোবাসা জেগে আছে
গা ছমছম ছায়া ময়তায়
#
নাটকীয়তা মোড় নিচ্ছে এষোণিকা
যেহেতু শব্দে আর স্বাধীনতা নেই
ভালোবাসা-ও তো শব্দমাত্র !
তোর ঘাড়ে স্বৈরাচারের শিলমোহর
এই যে রতি এই যে ভেনাস অথবা আফ্রোদিতি
যুদ্ধের ধূসর চাদর কাম(ড়ে)দেব এর বাগানে
নিঃসীম শূণ্যতা দিয়ে ঢেকে রাখা হদিস
প্রেমতত্ত্ব-কামতত্ত্ব-শব্দতত্ত্ব আড়ত
তুই সমকামী থেকে সমপ্রেমী হতে চেয়েছিলি
তোকে বলি দেওয়া হোল চূর্ণ বিচূর্ণ বিষাদে
এই মুতমথিত অন্ধকার এই থরথর এই বুর্জোয়া বলতকার
সব আলো শুষে নিক আঁতুড়ের
#
ভাবনা রা দোল খায় আর ভারী হয়
বেসামাল এই ভারের খোলস ছেড়ে
তুই থাকলে তবু শূণ্য অবিচল
এষোণিকা
তুই না থাকলে শূণ্যও অচল
পড়লুম । লেখাটা দীর্ঘ না হলে বরং ভাবনাগুলো একটা কমপ্যাক্ট পরিসরে জড়ো করা যেতে পারত । কিংবা এই লেখাটাকে বিভিন্ন শিরোনামে ভাঙা যেতে পারত । গুড লাক ।
ReplyDelete